বিজ্ঞাপন

সামনের চাকা ছাড়াই উড়োজাহাজ অবতরণ, প্রশংসায় পাইলট (ভিডিও)

May 13, 2019 | 10:01 am

আন্তর্জাতিক ডেস্ক

ল্যান্ডিং গিয়ার কাজ না করায় ঠিকমতো নামেনি উড়োজাহাজের সামনের চাকা। তারপরও পাইলট নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন বিমানটিকে। বেঁচে যায় ৮৯ যাত্রীর জীবন।

বিজ্ঞাপন

এমনটাই ঘটেছে মিয়ানমারের মান্দালাই বিমানবন্দরের রানওয়েতে। বিমানটিও মিয়ানমার এয়ারলাইনসের। আর এই ঘটনায় ফ্লাইট ১৯০-এর পাইলট ক্যাপ্টেন মিত মোয়ে অং প্রশংসায় ভাসছেন তার দক্ষতার জন্য।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইয়াংগুন থেকে উড়ে আসা বিমানটির ল্যান্ডিং গিয়ার অচল হলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট মিত মোয়ে অং। তিনি আকাশে চক্কর দিতে দিতে এয়ারক্রাফটের অতিরিক্ত জ্বালানি নিঃশেষ করেন। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি নিয়ে অবতরণ করেন।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, বিমানটি ভূমিতে অবতরণের কিছুক্ষণ পর এর সামনের অংশ নিচু হয়ে এগুতে থাকে। এভাবে চলে ২৫ সেকেন্ডের মতো। তারপর বিমানটি থেমে যায় ও যাত্রীরা দ্রুত বিমান ত্যাগ করেন।

মিয়ানমারের যোগাযোগমন্ত্রী উইন কান্ত বলেন, পাইলট অসাধারণ কাজ করেছে।

বিগত কয়েকদিনে এটি মিয়ানমারে দ্বিতীয় বিমান দুর্ঘটনা। এর আগে বুধবার বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পিছলে যায়। ওই ঘটনায় পাইলটসহ ১৭ জন আহত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন