বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতাকে হত্যার প্রতিবাদে হরতালের ডাক

May 25, 2019 | 8:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহসভাপ‌তি চথোয়াইমং মারমাকে অপহর‌ণের পর হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার (২৬ মে) এই কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মে) বিকেলে জরুরি বৈঠক শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হরতালের ডাক দেন।

অপহৃত আওয়ামী লীগ নেতার লাশ অপহর‌ণের তিন‌দিন পর শনিবার দুপুরে রাজবিলার জর্ডানপাড়া থেকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : অপহর‌ণের তিন‌ দিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

গত ২২ মে বুধবার রাত সা‌ড়ে নয়টার দি‌কে চ‌থোয়াইমং মারমা‌কে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থে‌কে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এর তিনদিন পর তার লাশ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

গত ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যা কে গুলি করে হত্যা করে। ১৯ মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমাকে (২৭) অপহরণের পর গুলি করে হত্যা করে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন