বিজ্ঞাপন

‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপ চালু করল বিমান

July 10, 2019 | 7:35 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হজযাত্রীদের সহজ ও গতিশীল সেবা দিতে ‘বিমান হজ ফ্লাইট’ নামে অ্যাপ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপ। যে কোনো স্মার্টফোনে বিনামূল্যে অ্যাপটি ইনস্টল করা যাবে।

অ্যাপটির মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ডিলে নোটিফিকেশন, হজ ফ্লাইট স্ট্যাটাস, হজ ফ্লাইট শিডিউলসহ প্রয়োজনীয় সব তথ্য জানা যাবে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের গুরুত্ব ও হজযাত্রীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অ্যাপটি চালু করেছে, জানায় বিমান।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন