বিজ্ঞাপন

দুই লাখ টন চাল-গম আমদানি করবে সরকার

December 6, 2017 | 5:34 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

খাদ্য মজুদ বাড়ানোর জন্য বিদেশ থেকে ২ লাখ টন খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম। যার বাজারদর ৬৪৯ কোটি ১৫ লাখ টাকা।

সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, প্রতি মেট্রিক টন চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪০ ডলার। আর এই খাতে মোট খরচ ধরা হয়েছে ৫৪৭ কোটি ৮০ লাখ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে কোরিয়ার সিংসং ফুড কর্পোরেশন এর মাধ্যমে ৫০ হাজার টন গম আমদানি করা হচ্ছে। প্রতি টন গমের দাম ধরা হয়েছে ২৪৫.৩৫ ডলার। আর এতে মোট খরচ ধরা হয়েছে ১০১ কোটি ৮২ লাখ টাকা।

সারাবাংলা/জেজে/টিএম/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন