বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু জ্বরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

August 10, 2019 | 4:24 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় অপি রাণী রায় (১৬) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যুর হয়েছে। অপি রাণী জেলার রাণীশংকৈলের অনুকূল রায়ের মেয়ে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আখতার তাকে মৃত ঘোষণা করেন। এটিই ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।

শনিবার (১০ আগস্ট) ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অপি রাণী রায় গত ৫ আগস্ট অসুস্থ হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার বিকেলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কর্তব্যরত ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেন অবস্থার অবনতি হলে তাকে নিকটবর্তী দিনাজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার ফারহানা আখতার তাকে মৃত ঘোষণা করেন।’

সিভিল সার্জন আরও জানান, এটাই ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মারা যাওয়ার ঘটনা। গত ২৩ তারিখে সদর হাসপাতালে প্রথম ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হন তখন থেকে এপর্যন্ত মোট ৬২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৮ জন, ৫ জনকে রংপুর মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন

তবে ঢাকা থেকে ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন