বিজ্ঞাপন

উইলিয়ামসন, ধনাঞ্জয়ার বোলিং অ্যাকশনে সন্দেহ আইসিসির

August 20, 2019 | 12:14 pm

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার গলে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা। জয় পেলেও শ্রীলঙ্কাকে বরংচ দু:সংবাদই দিয়েছে গল টেস্ট। ম্যাচ শেষে আইসিসির কাছে ম্যাচ রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা।

বিজ্ঞাপন

আইসিসি থেকে প্রকাশিত বার্তায় জানায় ম্যাচ পরিচালকরা রিপোর্টে উল্লেখ করেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং লঙ্কান স্পিনার আকিলা ধনাঞ্জয়ার বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ।

এই দুই ক্রিকেটারেরই বোলিং অ্যাকশন প্রচলিত নিয়ম বহির্ভুত বলেও উল্লেখ করা হয়েছে ম্যাচ রিপোর্টে। আইসিসি উল্লেখ করেছে আগামী ১৪ দিনের মধ্যে উইলিয়ামসন এবং ধনাঞ্জয়া উভয়কেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।

তবে এই সময়ের মধ্যে তারা দুইজনই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে আইসিসি। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ২২ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: স্মিথকে দুয়ো দিয়ে বহিষ্কার হলেন এমসিসির সদস্য

সারাবাংলা/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন