বিজ্ঞাপন

সমুদ্র সৈকতে নৃত্যের মহা উৎসবে সবারে আহ্বান [ফটো স্টোরি]

September 17, 2019 | 6:45 pm

প্রতিবারের মতো আসছে শীতেও অতিথি পাখি আর পর্যটকে ভরে উঠবে দেশ। বিশেষ করে সমুদ্রকন্যা কক্সবাজারের সৈকতে বসবে নানা সংস্কৃতির মানুষের মেলা। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে উৎসবমুখর সৈকতে বসতে যাচ্ছে চারদিনের নৃত্যউৎসব ‘ওশান ডান্স ফেস্টিভাল’। বিশ্বব্যাপী নৃত্যশিল্পীদের সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিক (ডব্লিউডিএ-এপি)’, তাদের বার্ষিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে আগামী ২২ থেকে ২৫ নভেম্বর। একই সময়ে ডব্লিউডিএ-এপি’র বাংলাদেশ শাখা নৃত্যযোগ শুরু করতে যাচ্ছে ‘ওশান ডান্স ফেস্টিভাল’ নামের একটি দ্বি-বার্ষিক নৃত্যউৎসব। বাংলাদেশের সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং এর সঙ্গে সাংস্কৃতিক পর্যটনের মেলবন্ধন রচনার জন্য প্রথমবারের মতো নৃত্যযোগের এ আয়োজন। এশিয়ার ১৫টি দেশ থেকে এই উৎসবে যোগ দেবেন নৃত্যশিল্পী, শিক্ষক, গবেষক ও কোরিওগ্রাফাররা।

বিজ্ঞাপন

এ নিয়েই বিস্তারিত জানাতে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। ডব্লিউডিএ-এপি’র দক্ষিণ এশিয়ার সহ-সভাপতি লুবনা মারিয়ামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সানাউল আরেফিন, শিবলী মোহম্মদ ও ডব্লিউডিএ-এপির স্টিয়ারিং কমিটির সদস্য জুডিথা অল মাকার। স্বাগত বক্তব্য দেন নৃত্যযোগের সভাপতি ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। এ সময় ওশান ড্যান্স ফেস্টিভ্যালের একটি লোগো উন্মোচিত হয়।

তারই বিস্তারিত সারাবাংলার স্পেশাল ফটো করেস্পন্ডেন্ট আশীষ সেনগুপ্ত‘র ক্যামেরায়…

বিজ্ঞাপন

শুরুতেই নৃত্যশিল্পী আবু নাঈমের নির্দেশনায় নৃত্য পরিবেশনা

ডব্লিউডিএ-এপি, দক্ষিণ এশিয়ার সহ–সভাপতি ও নৃত্যশিল্পী লুবনা মারিয়াম

বিজ্ঞাপন

নৃত্যযোগের সভাপতি ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু

নৃত্যশিল্পী শিবলী মহম্মদ

চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (ড্রামা অ্যান্ড টেলিফিল্ম) শহিদুল আলম সাচ্চু

মাত্রার পরিচালক সানাউল আরেফিন

বিজ্ঞাপন

ডব্লিউডিএ-এপির স্টিয়ারিং কমিটির সদস্য জুডিথা অল মাকার

সঞ্চালনায় সানারৈ দেবী শানু

ওশান ড্যান্স ফেস্টিভ্যালের লোগো উন্মোচন

ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ও নৃত্যযোগের লোগো

ওশান ড্যান্স ফেস্টিভ্যাল

 


আরও পড়ুন :  কক্সবাজারে প্রথমবারের মতো ‘ওশান ডান্স’


সারাবাংলা/এএসজি/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন