বিজ্ঞাপন

টিকা কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ায় ২ পুলিশকে গুলি করে হত্যা

December 18, 2019 | 7:47 pm

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে পোলিও টিকাদানকারী স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় নিয়োজিত ২ পুলিশকে ‍গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির প্রত্যন্ত অঞ্চলে পোলিও টিকাকে ভীতির চোখে দেখা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

স্থানীয় পুলিশ অফিসার সায়েদুর রেহমান বলেন, হামলাকারীরা পালিয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

পোলিও টিকাদানকারী দলগুলো প্রায় পাকিস্তানি হামলার শিকার হয়। তালেবানরা রটিয়ে থাকে, টিকা দিয়ে শিশুদের শারীরিক সক্ষমতা কেড়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

চলতি বছর পাকিস্তানে ৯৪ জন পোলিও রোগী চিহ্নত করা হয়। টিকাদানকারী স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রধানমন্ত্রী ইমরান খান অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।

সারাবাংলা/এনএইচ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন