বিজ্ঞাপন

কোটি টাকা মূল্যের ‘রেড স্যান্ড বোয়া’ সাপ উদ্ধার

December 30, 2019 | 2:07 pm

বিচিত্রা ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশ থেকে দুর্লভ ‘রেড স্যান্ড বোয়া’ সাপ উদ্ধার করেছে পুলিশ। এটি পাচার চেষ্টার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। সাপটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

রেড স্যান্ড বোয়া বিষহীন সাপ। ওষুধ ও কসমেটিকস পণ্য তৈরিতে এই সাপের ব্যবহার রয়েছে। এছাড়া ব্ল্যাক ম্যাজিকের জন্যও সাপটি প্রচলিত। কালোবাজারে রয়েছে এর চাহিদা। বিশ্বাস করা হয় রেড স্যান্ড বোয়া প্রজাতির সাপ সম্পদ ও সৌভাগ্য বয়ে আনে।

বিজ্ঞাপন

পুলিশ অফিসার কৌলাস ভারদ্বাজ বলেন, অভিযুক্তরা ফোনে সাপটি বিক্রির জন্য কথা বলছিল। তা জানতে পারে আমাদের ইনফর্মার। একটি প্লাস্টিক ব্যাগ থেকে সাপটি উদ্ধার করা হয়।

এটি মধ্যপ্রদেশের সিহোরে থেকে নরসিংগড়ে আনা হয় বিক্রির জন্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন