বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

January 1, 2020 | 1:10 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর হাসেম রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় মোর্শেদ আলম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ডিসেম্বর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করে।

পথচারী সাব্বির আহমেদ জানায়, রাত ১০টার দিকে মোর্শেদ আলম মোটরসাইকেল যোগে হাসেম রোডে এলে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে সে ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালেরর পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক)বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে নাম পাওয়া গেছে। তার বাড়ি মুন্সিগঞ্জ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন