বিজ্ঞাপন

পাকিস্তান বধে সিনিয়রদের পাশাপাশি মাঠে নামছে জুনিয়র টাইগাররা

January 24, 2020 | 12:59 pm

স্পোর্টস ডেস্ক

সিনিয়ররা যখন লাহোরে লড়ছে পাকিস্তানের বিপক্ষে টি-২০ তে, ঠিক একই দিন পাক বধের মিশনে মাঠে নামছে জুনিয়র টাইগাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে পচেফস্ট্রমে বেলা দুইটায় মাঠে নামছে টাইগার যুবারা।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিলো লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়ায় তা এক প্রকারে নিশ্চিতও হয়ে যায়। শুক্রবার (২৪ জানুয়ারি) নিয়মরক্ষার ম্যাচে টিম বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তানের যুবারা।

এখন পর্যন্ত এই দুই দলের মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর ভেতর সাতটি ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল জেতে। নয়টি ম্যাচ জেতে পাকিস্তান। একটি ম্যাচের ফল হয়নি।

দুদলের মধ্যকার সর্বশেষ লড়াইটা হয়েছিলো ২০১৮ সালে। সেই ম্যাচটিতে বাংলাদেশ যুব দল জিতেছিল। যুব বিশ্বকাপে পাকিস্তান যুব দলের বিপক্ষে তিন ম্যাচ খেলে দুটিতেই জেতে বাংলাদেশ যুব দল। একটি ম্যাচে পায় হারের তিক্ত অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

২০০৬ সালের যুব বিশ্বকাপে দুই দলের প্রথম লড়াইয়ে ৪ উইকেটে জেতার পর ২০১০ সালের বিশ্বকাপে ৪ উইকেটে হারে বাংলাদেশ যুব দল।

২০১২ সালের যুব বিশ্বকাপে মুখোমুখি হয়ে বাজিমাত করেছিলো বাংলাদেশি যুবারাই। ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেবার লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড :

বিজ্ঞাপন

আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

সারাবাংলা/এনএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন