বিজ্ঞাপন

অবশেষে ঢাবি থেকে স্থায়ী বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

February 4, 2020 | 6:42 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্থায়ী বহিষ্কৃত সেই ৬৩ শিক্ষার্থীর তালিকা অবশেষে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাবি প্রক্টরের কার্যালয় থেকে গণমাধ্যমকর্মীদের ওই ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি জালিয়াতিতে জড়িত থাকা ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে ঢাবি কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

পরে গণমাধ্যমকর্মীরা ওই শিক্ষার্থীদের তালিকা চাইলেও তা দেওয়া হয়নি ঢাবি প্রশাসন থেকে। সবশেষ সোমবার (৩ ফেব্রুয়ারি) ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করতে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে ঢাবি প্রক্টর বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। পরদিনই প্রক্টর অফিস থেকে সেই তালিকা প্রকাশ করা হলো।

বিজ্ঞাপন

স্থায়ী বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আব্দুল ওয়াহিদ (২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্ত), মো. ইছাহাক আলী (২০১৫-১৬), আনিকা বৃষ্টি (২০১৬-১৭) ও ফিওনা মহিউদ্দিন মৌমি (২০১৬-১৭)।

আরও পড়ুন- আজকের কার্টুন: নাম বললে চাকরি থাকবে না

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সালমান এফ রহমান হৃদয় (২০১৫-১৬), ইসরাত জাহান ছন্দা (২০১৬-১৭), মো. রাকিবুল হাসান (২০১৫-১৬), সৌভিক সরকার (২০১৫-১৬), মো. মেহেদী হাসান (২০১৫-১৬), মো. হাসিবুর রশিদ (২০১৫-১৬) ও মো. মারুফ হাসান খান (২০১৫-১৬)।

বিজ্ঞাপন

আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাফায়াতে নুর সাইয়ারা নোশিন (২০১৬-১৭), ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের শিক্ষার্থী জি এম রাফসান কবির (২০১৬-১৭), পরিসংখ্যান বিভাগের মো. আবু জুনায়েদ সাকিব (২০১৪-১৫), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আগের বিভাগ ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগের মোস্তাফিজ-উর-রহমান (২০১৩-১৪)।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শরমিলা আক্তার আশা ( ২০১৬-১৭), মো. লাভলুর রহমান লাভলু (২০১৫-১৬) ও জাকিয়া সুলতানা (২০১৬-১৭)। অর্থনীতি বিভাগের সামিয়া সুলতানা (২০১৬-১৭), সিনথিয়া আহমেদ (২০১৬-১৭) ও জান্নাত সুলতানা (২০১৬-১৭)।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. আশরাফুল ইসলাম আরিফ (২০১৬-১৭) ও আমরিন আলম জুটি ( ২০১৫-১৬); টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মেহেজাবিন অনন্যা (২০১৬-১৭), সমাজবিজ্ঞান বিভাগের মোছা. আফসানা নওরিন ঋতু ( ২০১৬-১৭) ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার তামান্না (২০১৭-১৮)।

বাংলা বিভাগের এম ফাইজার নাঈম (২০১৫-১৬) ও জিয়াউল ইসলাম (২০১৬-১৭); ইসলামিক স্টাডিজ বিভাগের তাজুল ইসলাম সম্রাট (২০১৬-১৭) ও নুরুল্লাহ (২০১৬-১৭); ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মাসুদ রানা (২০১৫-১৬), ফাতেমা তুজ জোহরা (২০১৬-১৭) ও মো. সাবিরুল ইসলাম (২০১৫-১৬)।

বিজ্ঞাপন

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইফতেখারুল আলম জিসান (২০১৭-১৮) ও নাফিসা তাসনিম (২০১৬-১৭), বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শাশ্বত কুমার ঘোষ (২০১২-১৩), তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৌহিদুল হাসান আকাশ (২০১৬-১৭), ফিন্যান্স বিভাগের শেখ জাহিদ হোসেন ইমন (২০১৬-১৭), ফার্মেসি বিভাগের মোহাম্মদ সাইদুর রহমান (২০১২-১৩) ও আব্দুর রহমান (২০১৬-১৭), আইন বিভাগের সুবহা লিয়ানা তালুকদার (২০১৬-১৭) ও আজলান শাহ (২০১৬-১৭), মনোবিজ্ঞান বিভাগের বেলাল হোসেন (২০১৩-১৪), মোরশেদা আক্তার (২০১৬-১৭) ও তানজিলা সুলতানা (২০১৬-১৭)।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাসুদ রানা (২০১৬-১৭), স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের রায়হান ফারুক (২০১৬-১৭), পদার্থবিজ্ঞান বিভাগের আবুল কালাম আজাদ (২০১৪-১৫), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জেরিন হোসাইন (২০১৬-১৭) ও আবির হাসান হৃদয় (২০১৬-১৭), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নওশিন আফরিন মিথিলা (২০১৭-১৮) ও আল আলামিন পৃথক (২০১৬-১৭), টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মো. সাদমান শাহ (২০১৬-১৭)।

সংস্কৃত বিভাগের শিহাব হাাসন খান (২০১৬-১৭), ইসলামিক স্টাডিজ বিভাগের সাদিয়া সুলতানা (২০১৬-১৭), বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাদিয়া মিগমা (২০১৫-১৬), যোগাযোগ বৈকল্য বিভাগের মো. আবু মাসুম (২০১৬-১৭), রসায়ন ও কেমিকৌশল বিভাগের শাহৎ আল ফেরদৌস ফাহিম (২০১৬-১৭), ফিন্যান্স বিভাগের মো. আশেক মাহমুদ জয় (২০১৬-১৭), মার্কেটিং বিভাগের মাহবুব আলম সিদ্দিকী সম্রাট (২০১৭-১৮), আইন বিভাগের সালমান হাবিব আকাশ (২০১৬-১৭) ও মনোবিজ্ঞান বিভাগের মশিউর রহমান (২০১৩-১৪)।

সারাবাংলা/এসএমআর/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন