বিজ্ঞাপন

সূর্যকে জানতে রোববার রওনা দিচ্ছে সোলার অরবিটার

February 7, 2020 | 2:50 pm

বিচিত্রা ডেস্ক

প্রকাণ্ড সূর্যকে নতুন করে জানতে পৃথিবী ছেড়ে যাবে নতুন একটি স্পেসক্রাফট। সোলার অরবিটার নামের এই মহাকাশযানটি নক্ষত্রটির এমন অঞ্চলকে ক্যামেরাবন্দি করবে যেসব ছবি আগে কখনো তোলা হয়নি। দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও নাসা যৌথভাবে এই মিশন বাস্তবায়ন করছে। খবর সিনেটের।

বিজ্ঞাপন

ফ্লোরিডার কেপ ক্যানেভারাল এয়ার ফোর্স স্টেশন থেকে রোববার (৯ ফেব্রুয়ারি) সোলার অরবিটার তার যাত্রা শুরু করবে। খুবই উচ্চ-ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ এটিতে যুক্ত থাকবে। যেটি সূর্যের মেরুর ছবি তুলবে। নাসার ইউটিউব চ্যানেলে মিশনটি সরাসরি দেখানো হবে।

ইতোমধ্যে নাসার ‘পার্কার সোলার’ মিশন সূর্যকে বৃত্তাকারে পরিভ্রমণ ও তথ্য অনুসন্ধান করছে। জানুয়ারির শেষ দিকে এটি মানুষ নির্মিত কোনো বস্তু হিসেবে সূর্যের সবচেয়ে নিকটে যাবার গৌরব অর্জন করে। সূর্য থেকে এটি ৫০ লাখ মাইলের কাছাকাছি অবস্থান করছিল। তবে এটি সর্বোচ্চ ২ শ ৬০ লাখ মাইল দূরত্ব বজায় রাখবে।

বিজ্ঞাপন

এই দুটি স্পেসক্রাফট আগামী দশ বছর ধরে সূর্যের গুরুত্বপূর্ণ সব তথ্য বিজ্ঞানকে দিয়ে যাবে বলে আশা বিজ্ঞানীদের।

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন