বিজ্ঞাপন

ডু-প্লেসিকে নিয়েই ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা

March 2, 2020 | 6:14 pm

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন সদ্য সাবেক হওয়া অধিনায়ক ফাফ ডু-প্লেসি ও ভ্যান ডার ডুসেন। নতুন মুখ বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে। গেল বিশ্বকাপ থেকে মাঠের ক্রিকেটে সুবিধা করতে পারছে না দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু-প্লেসির দু:সময় শুরু হয়েছে বিশ্বকাপের পর। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ বাজে পারফরম্যান্স করেছেন ডু-প্লেসি। ওদিকে বয়স ৩৫ ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে সমালোচকরা ডু-প্লেসির দিকে বারবার আঙুল তুলছিলেন।

বিজ্ঞাপন

এসব কারণেই কিনা গত মাসে হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন এই প্রোটিয়া ক্রিকেটার। পরে ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ‘বিশ্রাম’ বলা হলেও কেউ কেউ মনে করছিলেন, অফ ফর্মের কারণে মূলত বাদ পড়েছেন তিনি। তবে ভারত সিরিজে ডু-প্লেসির অভিজ্ঞতাকে উপেক্ষা করার সাহস করেনি দক্ষিণ আফ্রিকা।

স্পিনার জর্জ লিন্ডে দলে ঢুকেছেন আরেক স্পিনার তাবরেজ শামসির পরিবর্তে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়ে নিয়েছেন শামসি। লিন্ডে এই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেও ভারতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার।
গত বছরের অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন বাঁ-হাতি স্পিনার। এক ইনিংস বোলিং করার সুযোগ পেয়ে ১৩৩ রান খরচায় তুলে নিয়েছিলেন চার উইকেটও।

ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে মার্চের ১২ তারিখে ধর্মশালায়ে। ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে লখনৌতে। শেষ ওয়ানডে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু-প্লেসি, কাইল ভেরেন, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, জন স্মটস, আন্দিলে ফেলুকাওয়ো, লুঙ্গি এনগিডি, লুথো সিমপালা, বিউরেন হেনড্রিক্স, এনরিচ নর্জে, জর্জ লিন্ডে এবং কেশভ মহারাজ।

সারাবাংলা/এসএইচএস/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন