বিজ্ঞাপন

কর্মীদের প্রতি ‘ওয়ার্ক ফ্রম হোম’ নির্দেশনা ইউনিলিভারের

March 13, 2020 | 11:20 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ইউনিলিভার সারাবিশ্বে তাদের সবগুলো কার্যালয়ের কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম‘ বা বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) লন্ডনভিত্তিক এই ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এ নির্দেশনা দেয়। অফিস-ভিত্তিক দায়িত্ব পালন করা কর্মীদের মঙ্গলবার থেকে বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

ইউনিলিভারের শীর্ষ নির্বাহী কর্মকর্তা অ্যালান জোপে বলেন, ‘নজিরবিহীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এমন এক রোগের সঙ্গে সারা বিশ্ব লড়ছে যা আনুমানিক ১ লাখ ৩৫ হাজার মানুষকে আক্রান্ত করেছে। আর মারা গেছে ৪৯০০ জনেরও বেশি।‘

এর আগে এ মাসের শুরুতে গুগলের মাদার-কম্পানি অ্যালফাবেট, অ্যামাজন, ফেসবুক ও মাইক্রোসফট একই ধরণের পদক্ষেপ নেয়।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন