বিজ্ঞাপন

সরকারি চাল বিক্রি করলো ডিলার, ক্রেতা গ্রেফতার

April 4, 2020 | 4:25 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: জেলার শরণখোলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল কেনায় রফিকুল ইসলাম লিটন মুন্সী নামে এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। লিটন উপজেলার চাল রায়েন্দা গ্রামের মজিদ মুন্সীর ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার তাফালবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, বেশি লাভের আশায় তাফালবাড়ি বাজারের ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা কেজির ১৮ বস্তা চাল লিটনের কাছে বেশি দামে বিক্রি করে দেয়। গোপন সংবাদে ঘটনাস্থলে গিয়ে লিটনের গোডাউন থেকে ওই চাল জব্দ করা হয় এবং ক্রেতা লিটনকে আটক করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্লাহ আল-সাইদ জানান, এ ঘটনায় দু’জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট ডিলারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন