বিজ্ঞাপন

সময়মতো চিকিৎসা নিলে করোনা ভালো হয়: স্বাস্থ্যমন্ত্রী

June 4, 2020 | 5:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সময়মতো চিকিৎসা নিলে করোনা ভালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা পরীক্ষা খুবই জরুরি। কারণ সময়মতো পরীক্ষা করলে এবং সময়মতো চিকিৎসা দিলেই করোনা ভালো হয়ে যাবে। আর শ্রমিকদের পরীক্ষার সেই উদ্যোগটি বিজিএমইএ নিয়েছে। যা খুবই ইতিবাচক। একইসঙ্গে ল্যাবের পাশাপাশি আইসোলেশন সেন্টার ও কোয়ারেনটাইনের ব্যবস্থাও খুবই জরুরি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) শ্রমিকদের জন্য করোনা ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকাসহ দেশের চার স্থানে শ্রমিকদের জন্য ল্যাব তৈরির উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এদিন এসবের উদ্বোধন করা হয়।

পরীক্ষা না করলে অনেকেই অসুস্থ হবে এবং মহামারি ছড়িয়ে যাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যার ফলে অনেক লোক আক্রান্ত হবে এবং শিল্প চালানোই দূরহ ব্যাপার হয়ে যাবে। আমি আশা করবো এই ল্যাবটি সুন্দরভাবে পরিচালিত হবে। আরও ল্যাব প্রয়োজন হলে আপনারা আরও ল্যাব স্থাপন করবেন। পাশাপাশি আইসোলেশন সেন্টার যেটা খুবই প্রয়োজন, কারণ একটি ব্যক্তি যখন শনাক্ত হয়ে যাবে, তখন তো তাকে কোথাও রাখতে হবে। রাখার জায়গাটি আমি মনে করি খুবই প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সবাইকে মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম নেমে চলে চিকিৎসা নিলেই করোনা ভালো হয়ে যাবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দেশের সব পোশাক কারখানায় একটি করে আইসোলেশন সেন্টার স্থাপন করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আমি খবর নিয়ে জানতে পেরেছি যে, অনেক কারখানায় শ্রমিকদের জন্য ১৪দিনের হোম কোয়ারেনটাইনের ব্যবস্থা করা হয়েছে। এখন বেশ কিছু আইসোলেশন সেন্টার স্থাপন করা জরুরি। বিশেষত যেসব কারখানা কিছু জায়গা আছে সেখানে আইসোলেশন সেন্টার স্থাপন করা যেতে পারে।’

উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই ল্যাব চালুর মাধ্যমে বিজিএমইএ আবারও প্রমাণ করলো যে বিজিএমইর সদস্যরা শুধু ব্যবসা করে না, মানবিকভাবে শ্রমিকদের পাশেও দাঁড়ায়। জীবন-জীবিকা নির্বাহের মাধ্যমে শ্রমিক ও মালিকরা মিলে এই খাতের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে। আর করোনা এখনই চলে যাচ্ছে না। তাই করোনাকে ম্যানেজ করে আমাদের চলতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিজিএমইএ সভাপতি রুবানা হক, শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুস সালাম, ডায়াবেটিক অ্যসোসিয়েশন অফ বাংলাদেশ (বাডাস)-এর সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যসোসিয়েশন (বিটিএমএ) এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনসহ আরও অনেকে।

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন