বিজ্ঞাপন

বাংলাদেশকে ‘গরিব দেশ’ বলায় চটলেন অর্থমন্ত্রী

June 12, 2020 | 5:25 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাজেটোত্তর সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করার সময় বাংলাদেশকে ‘গরিব দেশ’ হিসেবে উল্লেখ করায় চটেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় তিনি অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং এই বিষয়টি সবাইর-ই মনে রাখা উচিত।’

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন পরিস্থিতি দেখা দেয়। এই প্রথমবারের মতো এ বছর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো অনলাইন প্ল্যাটফর্মে।

সংবাদ সম্মেলনের শুরুতেই বাজেট নিয়ে সূচনা বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এসময় একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন রাখতে গিয়ে শুরুতেই বলেন, ‘অর্থমন্ত্রী, বাংলাদেশ একটি গরিব দেশ।’

এই লাইনটি বলার পর ওই সাংবাদিক আর প্রশ্ন শেষ করতে পারেননি। তাকে থামিয়ে দেন অর্থমন্ত্রী। বলেন, ‘বাংলাদেশ গরিব দেশ নয়, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
আপনি একটি প্রখ্যাত সাংবাদপত্রের সাংবাদিক। আপনি কিভাবে বাংলাদেশকে গরিব দেশ বলেন? আমরা তো গরিব দেশ নেই। আমরা উন্নয়নশীল দেশ। ভারত ও চীন কিন্তু আমাদের কাতারে রয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের অর্থনৈতিক এই অবস্থার বিষয়টি সবাইকে বিবেচনায় নিতে বলে ওই গণমাধ্যমকর্মীকে প্রশ্ন শেষ করতে বলেন অর্থমন্ত্রী। এসময় ওই গণমাধ্যমকর্মী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও এখনও দেশের ২০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে।’

‘মানুষকে বাঁচাতে আয়ের অপেক্ষা না করেই খরচের হিসাব করেছি’

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আরও অনেক দেশই বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আমেরিকার অবস্থা তো আমাদের চেয়েও খারাপ। ক্যালিফোর্নিয়ায় কত মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন, জানেন? আমেরিকা তো গরিব দেশ নয়। আমরাও গরিব দেশ নই। আমরা উন্নয়নশীল দেশ।’

প্রথমবারের মতো অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন