বিজ্ঞাপন

এমপি পাপুলের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

June 17, 2020 | 8:35 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মানব পাচারের অভিযোগে কুয়েত পুলিশের হাতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে পুলিশের বিশেষ শাখাকে (এসবি) চিঠি দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় দুদক সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, অর্থপাচার ও মানবপাচার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ নিষেধাজ্ঞা চেয়েছে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, অর্থ ও মানব পাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন আক্তারের দেশত্যাগে দুদক নিষেধাজ্ঞা চেয়েছে। তবে এমপি পাপুল কুয়েত পুলিশের হাতে গ্রেফতার থাকায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে, গত ১০ জুন এমপি পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার জাতীয় পরিচয়পত্র, টিআইএন নম্বর, আয়কর রিটার্নসহ ব্যক্তিগত নথি তথ্য তলব করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

পাপুলের সম্পদ অনুসন্ধানে ধীরগতি, তার বিরুদ্ধে যত অভিযোগ!

মানব পাচারের অভিযোগ: লক্ষ্মীপুরের এমপি পাপুল কুয়েতে গ্রেফতার

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন