বিজ্ঞাপন

করোনা চিকিৎসা শুরু হচ্ছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

June 22, 2020 | 5:29 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর চাঁনখারপুলে ৫০০ শয্যার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন থেকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে এই হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটেও করোনা রোগীর ভর্তি ও চিকিৎসা চলমান আছে।

উল্লেখ্য, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতিতে এর আগে একাধিকবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তির ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে নানা কারণে ভর্তি করা হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ করোনা রোগী ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন