বিজ্ঞাপন

করোনা হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিলেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা

July 14, 2020 | 10:57 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের পর এবার নারায়ণগঞ্জ শহরে করোনা চিকিৎসার জন্য স্থাপিত তিনশ’ শয্যা করোনা হাসপাতালে জনস্বার্থে ভেন্টিলেটর ও হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিলেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক লি‌মি‌টে‌ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের হাতে দুটি ভেন্টিলেটার এবং একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন তুলে দেন তিনি।

জেলা প্রশা‌সকের স‌ম্মেলন ক‌ক্ষে এই চিকিৎসা সরঞ্জামগুলো তুলে দেওয়ার সময় গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লেন, ‘করোনা পরীক্ষার জন্য একটা সময় আমাদের ঢাকায় যেতে হতো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রূপগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেন। পরে তিনি আমাকে ল্যাব স্থাপনের নির্দেশ দেন। আমরাই প্রথম রূপগঞ্জে বেসরকারি করোনা পরীক্ষা ল্যাব স্থাপন করেছি। গাজী পিসিআর ল্যাবের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আমরা রিপোর্ট জানানোর চেষ্টা করছি।’

গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে সারাবিশ্বে ভেন্টিলেটরসহ আইসিইউ সমস্যা রয়েছে। তারপরও আমরা অনেক চেষ্টা করে ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘সবাই মাস্ক পড়বেন। মাস্ক পড়লে করোনা থেকে ৯০ ভাগ সুরক্ষা পাওয়া যায়।’

বিজ্ঞাপন

গাজী গোলাম মর্তুজা বলেন, ‘সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। প্লাজমা সাপোর্ট সেন্টারের উদ্যোগের সঙ্গে আমরা আছি। কারণ জনগণের পাশে থেকেই গাজী গ্রুপ সবসময় কাজ করে যায়। করোনা সংকটের সময় সরকারের পাশে থেকে কাজ করে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা মনে করি, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারলে পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে।’

অনুষ্ঠানে গাজী পরিবারকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জ‌সিম উদ্দিন ব‌লেন, ‘গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। করোনা ভাইরাসে সারা বাংলাদেশ যখন এলোমেলো তখন আমাদের গাজী পিসিআর ল্যাব অনেক সাফল্য এনে দিয়েছে। আমরা দ্রুত রোগী শনাক্ত করতে পারছি। অনেক মানুষের অনেক টাকা আছে। কিন্তু কেউ এগিয়ে আসে না। নিজের টাকায় গাজী পরিবার করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে। আমাদের অনেক মেডিকেল সাপোর্ট দিয়েছে। তার জন্য গাজী গোলাম মর্তুজা পাপ্পাসহ গাজী পরিবারকে ধন্যবাদ জানাই। আমরা বর্তমানে অন্য যেকোনো জেলার তুলনায় ভালো আছি।’

দৈনিক সংবাদচর্চা প‌ত্রিকার সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন তিনশ’ শয্যা করোনা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়, বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারমান ফেরদৌসী আলম নীলা প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গাজী গোলাম মর্তুজা পাপ্পা রূপগঞ্জে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপন করেন। সেখানে বর্তমানে প্রতিদিন সাড়ে চারশ’ রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া দেশের গণমাধ্যমকর্মীদের নমুনা পরীক্ষার ব্যবস্থাও করা হয় গাজী গ্রুপের ব্যবস্থাপনায়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী কমিউনিটি সেন্টারে গণমাধ্যম কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও সম্প্রতি বিজেসির উদ্যোগে ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজার সহযোগিতায় গড়ে উঠেছে প্লাজমা সাপোর্ট সেন্টার। কোভিড-১৯ পরিস্থিতিতে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারের পাশে থেকে এভাবেই সাহায্য করে যাচ্ছেন তিনি।

সারাবাংলা/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন