বিজ্ঞাপন

নাবিলা ফিরবে আশায় হিয়া গেল দাদির বাড়ি

March 13, 2018 | 11:08 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটির কেবিন ক্রু নাবিলা ফারহিনের (অফিসিয়াল নাম শারমিন আক্তার) মেয়ে হিয়াকে দাদির কাছে হস্তান্তর করেছে উত্তরা থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে নাবিলার মা মিনা জামান এই সিদ্ধান্ত জানালে পুলিশ হিয়াকে তার দাদির কাছে হস্তান্তর করে।

মিনা জামান সাংবাদিকদের জানান, আমরা জানতে পেরেছি নাবিলা জীবিত রয়েছে। কাঠমান্ডু মেডিকেল কলেজ অ্যান্ড টিচিং হসপিটালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। নাবিলার ফুপি ডা. নিলুফার পারভীন মিতুর এক ছাত্রী ওই হাসপাতালের চিকিৎসক। নেপাল থেকে তিনি জানিয়েছেন, আমার মেয়ে এখনও জীবিত।

বিজ্ঞাপন

আমরা চাই, নাবিলা ফিরে আসুক। যেহেতু আমার মেয়ে জীবিত আছে, তাই হিয়া তার দাদির বাড়িতেই থাকবে- বলেন মিনা জামান।

ঢাকা মহানগর পুলিশ উত্তরা বিভাগের উপ-কমিশনার নাভিদ কামাল শৈবাল সারাবাংলাকে জানান, উভয়পক্ষ আলোচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে এসেছে, আমরা হিয়াকে ওর দাদি বিবি হাজেরার কাছে হস্তান্তর করেছি।

সারাবাংলা/এসআর/এটি

বিজ্ঞাপন

পুলিশ হেফাজতে হিয়া, মীমাংসা না হলে ভিকটিম সাপোর্ট সেন্টারে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন