বিজ্ঞাপন

জয়পুরহাটে বেশি দামে সার বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

November 7, 2020 | 8:17 pm

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট

জয়পুরহাট: জেলার আক্কেলপুরে পাঁচ সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার গোপীনাথপুর বাজার ও ভিকনী চারমাথা বাজারে পাঁচ ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম হাবিবুল হাসান ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম হাবিবুল হাসান জানান, উপজেলার গোপীনাথপুর বাজার ও ভিকনী বাজারের সার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিক্রি করছিলেন। স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে সারের দোকানগুলো ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করায় গোপীনাথপুর বাজারের মেসার্স আঁখি ট্রের্ডাস, মেসার্স হোসেন, শাকিব ট্রের্ডাস ও ভিকনী চারমাথা বাজারের মেসার্স সুরমা ট্রের্ডাস, মের্সাস আকাশ ট্রের্ডাসের মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন