বিজ্ঞাপন

সন্ধ্যায় স্বজনদের দূতাবাসে থাকার আহ্বান: মাশফি বিনতে শামস

March 14, 2018 | 4:10 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর এবং দেশের ফেরৎ পাঠানোর বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত জানানো হবে। এজন্য স্বজনদের সন্ধ্যা সাড়ে ৬টায় নেপালে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

বুধবার (১৪ মার্চ) দুপুরে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সাংবাদিকদের আরও জানান, মরদেহ ফেরৎ পাঠাতে কমপক্ষে চার দিন সময় লাগবে। এর মধ্যে তিন দিন লাগবে ময়নাতদন্ত শেষ করতে। আর একদিন লাগবে লাশ শনাক্ত করতে।

তিনি বলেন, আমরা বেশ কয়েকটি মরদেহ দেখেছি। যার প্রায় ৮০ ভাগই পুড়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করাও কঠিন হবে। মরদেহগুলো ভয়ঙ্কর। তাই স্বজনদের দেখতে দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টা ২মিনিটে নিহত ব্যক্তিদের স্বজনরা ইউএস-বাংলার ফ্লাইটে ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওয়ানা হন। ফ্লাইটটিতে ৪৬ জন স্বজন ও ইউএস-বাংলার ৭ জন কর্মকর্তা ছিলেন। প্রতিটি পরিবার থেকে একজন সদস্যকে নেপালে নিয়ে যায় ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সারাবাংলা/এটি

চোখে জল ও বুকে শঙ্কা নিয়ে নেপালের পথে স্বজনরা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন