বিজ্ঞাপন

নেটফ্লিক্সের ছবিতে হিমেল আশরাফ

November 18, 2020 | 5:05 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বাংলাদেশি পরিচালক দুই বছর ধরে আমেরিকা রয়েছেন। পেয়েছেন সেখানকার গ্রীণ কার্ড। পড়াশোনা করছেন চলচ্চিত্র নিয়ে। এর পাশাপাশি সেখানকার বিভিন্ন প্রোডাকশন হাউজে কাজ করছেন। গত ঈদের জন্য তাহসান ও মোনালিসা নিয়ে আমেরিকা বসে বানিয়েছিলেন ‘দেখা হবে’। এবার তিনি বিশ্বের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ছবিতে কাজ করছেন।

বিজ্ঞাপন

না, নির্মাতা হিসেবে নয়। তিনি কাজ করছেন ছবিটির সহকারি পরিচালক হিসেবে। সারাবাংলাকে এমনটা জানালেন হিমেল আশরাফ। এ নিয়ে তার নিজের ফেসবুক আইডিতেও একটি ভিডিও পোস্ট করেন ‘সুলতানা বিবিয়ানা’ নির্মাতা।

তিনি বলেন, ‘এটা আমার নিজস্ব কোনও প্রজেক্ট নয়, এটুকু বলতে পারি। এর বাইরে প্রকল্পটি নিয়ে আমি কোনও কথা বলতে পারব না। এতে আমি সহকারী পরিচালক হিসেবে যুক্ত আছি। বলা যায়, কাজ শিখছি।’

বিজ্ঞাপন

ফিনস্টার নামের এক আমেরিকান শিল্পীকে নিয়ে সম্প্রতি কাজ শুরু করেছে নেটফ্লিক্স। উনিশ শতকের শুরুতে জন্ম নেওয়া এই তারকা মারা যান ২০০১ সালে। ছবিটি তৈরি হচ্ছে তার নামেই।

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন