বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেট আসছে শুনে নোয়াখালীতে পালালো বর, বরযাত্রী

November 19, 2020 | 10:04 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নোয়াখালী: জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অভিযান চালিয়ে এক স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, ম্যাজিস্ট্রেট আসছে শুনেই বর ও বরযাত্রী কনের বাড়ি পৌঁছার আগেই পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা আলি আহম্মদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেনা না মর্মে তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা জানান, ৭ম শ্রেণিতে পড়া শেষ করে গত ৩ বছর থেকে ওই ছাত্রী লেখাপড়া বন্ধ করে বাড়িতে রয়েছে। পার্শ্ববর্তী বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আবুল বাসারের ছেলে মো. রায়হানের (২৫) সাথে পারিবারিকভাবে আজ তার বিয়ে হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাবাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না না মর্মে পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয় বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন