বিজ্ঞাপন

রাষ্ট্রপতির কাছে শপথ, প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক

November 24, 2020 | 8:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রতিমন্ত্রী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। গত জুনে শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুর পর থেকে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ছাড়াই এই মন্ত্রণালয়টি চলছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদুল হক খানের শপথ অনুষ্ঠিত হয়। এসময় ফরিদুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আলাদাভাবে গোপনীয়তার শপথও নেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

এবার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি সীমিত পরিসরে আয়োজন করা হয়। স্বাভাবিকভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। তবে সীমিত পরিসরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। বঙ্গভবন সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন এই আয়োজনে।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (২৩ নভেম্বর) থেকেই গুঞ্জন ওঠে, ফরিদুল হক খানকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্রে বিভিন্ন গণমাধ্যমে সে খবর প্রকাশও পায়। পরে আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে খবরের সত্যতা নিশ্চিত করেন। মন্ত্রিপরিষদ বিভাগও জানিয়েছে, ফরিদুল হককে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়াও চলছে।

এর আগে, গত ১৩ জুন দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মো. আব্দুল্লাহ। দীর্ঘ দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ১৩ জুন তার শারীরিক সমস্যা প্রকট হলে রাত ১০টার দিকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুনে শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুর পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নিয়োগ দেয়নি সরকার। এবার এবারে সেই দায়িত্ব পাচ্ছেন ফরিদুল হক খান।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ আসনের সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ৬৭ বছর বয়সী ফরিদুল হক দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন