বিজ্ঞাপন

উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া-প্রার্থনা

March 16, 2018 | 3:00 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

দোয়া ও প্রার্থনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি আহতদের আশু সুস্থতা ও আরোগ্য কামনা করা হয়।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকালে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে বিশেষ মোনাজাত করা হয়। নগরীর অন্যান্য মসজিদ-মন্দির-গির্জা ও প্যাগোডাতেও হতাহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতদের স্মরণে গতকাল (বৃহস্পতিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। সকাল থেকে সারাদেশে সকল সরকারি-বেসরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সারাবাংলা/একে

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেন্টাল ট্রমায় শাহরিন,শারীরিক অবস্থা স্থিতিশীল

বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা

কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা

পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক

নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম

৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন

দেশে ফিরছে শাহরিন, রেজওয়ানুল ভর্তি সিঙ্গাপুরে

তদন্তে লাগতে পারে দীর্ঘ সময় : সিভিল অ্যাভিয়েশন

ঢামেকে নেওয়া হচ্ছে শাহরিনকে, প্রস্তুত আইসিইউ

দেশে ফিরছেন আরও ৩ জন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন