বিজ্ঞাপন

১৮টি লাশ শুধু ছাই, চেনার উপায় নেই : বিমানমন্ত্রী

March 16, 2018 | 5:37 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ১৮ জনের মরদেহ বস্তায় রাখা হয়েছে। সেগুলো দেখে চেনার উপায় নেই বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

শুক্রবার বিকেলে হজরত শাহজালাল বিমান বন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি সংস্থা ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মৃত্যুর ঘটনার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে ১৩ মার্চ নেপালে গিয়েছিলেন বিমানমন্ত্রী। শুক্রবার দেশে আসেন বিমানমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘আমাকে নেপাল কর্তৃপক্ষ আটজনের লাশ দেখিয়েছে। বাকি ১৮ জনের লাশ বস্তাবন্দি। দেখে চেনার উপায় নেই। বস্তায় পোড়া মানুষের ছাই। ডিএনএ টেস্ট ছাড়া শনাক্তের উপায় নেই।’

কবে নাগাদ ১৮ জনের মরদেহ আনা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মিথ্যা বলে লাভ নেই, দেরি হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি হতাহতদের অর্থনৈতিক সহায়তার বিষয়ে বলেন, ‘ইউএস- বাংলা বলেছে তাদের চিকিৎসার সকল খরচ তারা বহন করবেন। তবে এর বাইরে যদি কাউকে সহায়তা দিতে হয় তবে আমাদের প্রধানমন্ত্রী দেবেন। প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে সবসময় এগিয়ে থাকেন।’

বিজ্ঞাপন

এদিকে উড়োজাহাজ দুর্ঘটনায় শাহরিন আহমেদের পর দেশে ফিরেছেন কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় বেঁচে যাওয়া মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি।

শুক্রবার (১৬ মার্চ) বিকেল ৩টা ৩৩মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-০০৭২) তাদের দেশে আনা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সবার সঙ্গে পরামর্শ করে তিনজনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হবে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

সারাবাংলা/এমএইচ/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেন্টাল ট্রমায় শাহরিন,শারীরিক অবস্থা স্থিতিশীল
বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা
কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা
পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক
নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম
৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন
দেশে ফিরছে শাহরিন, রেজওয়ানুল ভর্তি সিঙ্গাপুরে
তদন্তে লাগতে পারে দীর্ঘ সময় : সিভিল অ্যাভিয়েশন
ঢামেকে নেওয়া হচ্ছে শাহরিনকে, প্রস্তুত আইসিইউ
দেশে ফিরছেন আরও ৩ জন
উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া-প্রার্থনা

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন