বিজ্ঞাপন

ঢাকার পথে কফিনবাহী বিমান

March 19, 2018 | 2:31 pm

।। সারাবাংলা রিপোর্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ২৩ বাংলাদেশির কফিন নিয়ে ঢাকার পথে উড়াল দিয়েছে বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান। সোমবার সোয়া ২টায় কার্গো বিমানটি ত্রিভুবনের রানওয়ে ছেড়ে ঢাকার পথে রওয়ানা দেয়। এর কিছুক্ষণ আগে পৌনে ২টায় নিহতদের স্বজনদের নিয়ে রওয়ানা দেয় ইউএস-বাংলার একটি বিশেষ বিমান।

ইউএস-বাংলার বিমানটি গত সোমবার বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন।

ঢাকায় পৌঁছানোর পর কফিনগুলো রাখা হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। কফিনে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আর্মড পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, মরদেহবাহী বিমানটি ভিভিআইপি টারমাক-১ এ থামবে বিমানটি। সেখান থেকে মরদেহ ও স্বজনদের নিয়ে নিকুঞ্জের গেট দিয়ে বের হয়ে আর্মি স্টেডিয়ামে প্রবেশ করবে। সেখানে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে সকাল ৯টার দিকে নেপালে বাংলাদেশ দূতাবাসে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, প্রবাসী বাংলাদেশি, কূটনীতিকরা ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। জানাজার সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইমরান জানান, সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতাল থেকে মরদেহগুলো নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টায় সেখানে জানাজা পর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞাপন

এদিকে, নেপালের টিচিং হাসপাতালেই বাংলাদেশ মেডিকেল টিমের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, ২৩ বাংলাদেশির লাশ শনাক্ত হয়েছে। বাকি তিনজনকে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাতে হবে।

মরদেহ শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন— রফিক উজ্জামান-সানজিদা হক এবং তাদের আট বছরের ছেলে অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, মিনহাজ বিন নাসির, রকিবুল হাসান, মতিউর রহমান, আখতার বেগম, হাসান ইমাম, তামারা প্রিয়ম্মী, এস এম মাহমুদুর রহমান, বিলকিস আরা, সাংবাদিক ফয়সাল আহমেদ, নুরুজ্জামান, বিমানটির ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ,বেগম হারুন নাহার বিলকিস বানু,নাজিয়া আফরিন চৌধুরী,আঁখি মনি, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা ও শারমিন আখতার নাবিলা।

এছাড়া আলিফুজ্জামান, পিয়াস রায় ও মো.নজরুল ইসলাম মরদেহ শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আরও পড়ুন

নেপাল থেকে মরদেহ আসছে আজ, জানাজা আর্মি 
মেন্টাল ট্রমায় শাহরিন,শারীরিক অবস্থা স্থিতিশীল
বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা
কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা
পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক
নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম
৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন
দেশে ফিরছে শাহরিন, রেজওয়ানুল ভর্তি সিঙ্গাপুরে
তদন্তে লাগতে পারে দীর্ঘ সময় : সিভিল অ্যাভিয়েশন
ঢামেকে নেওয়া হচ্ছে শাহরিনকে, প্রস্তুত আইসিইউ
দেশে ফিরছেন আরও ৩ জন
উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া-প্রার্থনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন