বিজ্ঞাপন

করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৪৩৫ জন

February 5, 2021 | 5:20 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪৩৫ জন নতুন রোগী।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশে পরীক্ষাগার ছিল ২০৬টি।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮১১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৬৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩টি।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৩৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫০৭ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।

২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত রোগীর সংখ্যা ৮ হাজার ১৮২ জন।

২৪ ঘণ্টার হিসেবে শনাক্ত বিবেচনায় শতকরা হার ২ দশমিক ৭৯। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৩। শনাক্ত প্রতি সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬। শনাক্ত প্রতি মৃত রোগীর সংখ্যা শতকরা ১ দশমিক ৫২ জন।

বিজ্ঞাপন

৭ জন মৃতদের মধ্যে ৪ জন পুরুষ আর ৩ জন নারী।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন, ষাটোর্ধ্ব রয়েছেন ৪ জন।

নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন, রাজশাহীতে রয়েছেন একজন।

৭ জনের মধ্যে সবাই-ই হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞাপন

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় একজন মারা যাওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশে সব অফিস-আদালত চালু রাখা হয়েছে। তবে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন