বিজ্ঞাপন

সিলেটে প্রথম দিনে ৭০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে

February 7, 2021 | 1:14 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: সিলেটে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রথম করোনার ভ্যাকসিন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন। এই হাসপাতালে স্থাপিত ১২টি বুথে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিন ৭০০ জনকে টিকা গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও জেলার ১২ উপজেলার ২৪টি সেন্টারের মাধ্যমে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থাপন করা চারটি টিকাদান বুথেও কর্মসূচি শুরু করা হয়েছে।

আরও পড়ুন:
ভ্যাকসিন নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ভ্যাকসিন নিলেন রংপুরের মেয়র
ভ্যাকসিন নিলেন ঢাবি উপাচার্য
যারা ভ্যাকসিন নিতে পারবেন না
খুলনায় প্রথম ভ্যাকসিন নিলেন মেয়র
কেন্দ্রে গেলেই দেওয়া হবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান বস্ত্র ও পাটমন্ত্রী
সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী
সিলেটে প্রথম দিনে ৭০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে
নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু
ঢামেকে প্রথম ভ্যাকসিন নিলেন চিকিৎসক দীপংকর ঘোষ
বার্ন ইউনিটে ভ্যাকসিন নিলেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম
ভয় নেই, যখনই আপনার তারিখ আসবে ভ্যাকসিন নেবেন: ডা. জাফরুল্লাহ

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন