বিজ্ঞাপন

বিজিএমইএ সভাপতির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

June 6, 2021 | 8:38 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে সহযোগিতা প্রদান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে ইতালি। রোববার (৬ জুন) বিজিএমইএ অফিসে সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা এ কথা জানান।

বিজ্ঞাপন

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন বিশেষ করে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনের ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্প যে অগ্রগতি অর্জন করেছে, তার প্রশংসা করেন।

এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অব্যাহতভাবে বন্ধুভাবাপন্ন সহযোগিতা দেওয়ার জন্য ইতালির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহীদউল্লাহ আজীম, সহ-সভাপতি মিরান আলী এবং সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন