বিজ্ঞাপন

গেইলের সেঞ্চুরি, সাকিবদের টার্গেট ২০৭

December 12, 2017 | 7:27 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে মুখোমুখি মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স আর বর্তমান চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার দলপতি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছে মাশরাফির রংপুর। রংপুরের ওপেনার ক্রিস গেইল ব্যাটে ঝড় তুলে বিপিএলের পঞ্চম আর এই আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) হাইভোল্টেজ ফাইনালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় দুই দল। সন্ধ্যা ছয়টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করে গাজী টিভি। এবারের শিরোপা উঁচিয়ে ধরবেন মাশরাফি নয়তো সাকিব। তবে দুজনের কারও জন্যই এই স্বাদ প্রথম নয়। গত চার আসরের তিনবারই শিরোপা জিতেছেন মাশরাফি। আর একবার জিতেছেন সাকিব।

ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রংপুরের ওপেনার জনসন চার্লস ব্যক্তিগত ৩ রানে বিদায় নেন। এরপর জুটি গড়েন গেইল-ম্যাককালাম। ধীরগতিতে ম্যাককালাম এগুলেও নিজের গতিতেই এগিয়ে চলেন গেইল। ৫৭ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। এটি গেইলের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। আর বিপিএলের সব আসর মিলিয়ে সর্বোচ্চ পঞ্চমবারের মতো সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

বিজ্ঞাপন

গেইল ৬৯ বলে ৫টি চার আর ১৮টি ছক্কায় করেন অপরাজিত ১৪৬ রান। ম্যাককালাম ৪৩ বলে ৪টি চার আর ৩টি ছক্কায় করেন অপরাজিত ৫১ রান। এই জুটিতে আসে অবিচ্ছিন্ন ২০১ রান (১০৯ বলে)।

ঢাকার স্পিনার নারাইন ৪ ওভারে ১৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। আফ্রিদি ৪ ওভারে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোসাদ্দেক ৩ ওভারে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি। সাকিব ৩ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট পান। আবু হায়দার ২ ওভারে ২৬, খালেদ আহমেদ ২ ওভারে ৩৯ আর কাইরন পোলার্ড ২ ওভারে ৩৩ রান দিয়ে উইকেট পাননি।

বিপিএলের পঞ্চম আসরে শিরোপার লড়াইয়ে সাকিবের টানা দুই, না মাশরাফির চার হবে এখন সেটাই দেখার অপেক্ষায় কোটি ক্রিকেটপ্রেমী।

বিজ্ঞাপন

ঢাকা ডায়নামাইটস: মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারাইন, জহুরুল ইসলাম, আবু হায়দার, খালেদ আহমেদ।

রংপুর রাইডার্স: জনসন চার্লস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, উদানা।

সারাবাংলা/এমআরপি/১২ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন