বিজ্ঞাপন

‘লকডাউন’ দেখতে এসে আটক ২১, মুচলেকায় মুক্ত

July 1, 2021 | 12:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত ‘কঠোর লকডাউন’ অমান্য করে বিনা কারণে সড়কে আসা ২১ জনকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, ‘লকডাউন কেমন চলছে’ সেটা দেখতে বের হয়েছিলেন তারা। পরে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাাবংলাকে বলেন, ‘লকডাউনে কেউ যাতে বিনা কারণে বাসা থেকে বের না হন, সে ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। কিন্তু অনেকেই বের হচ্ছেন। জিজ্ঞেস করলে অনেকে সুনির্দিষ্ট কারণ বলছেন। আবার অনেকে বলছেন- লকডাউন কেমন চলছে সেটা দেখতে বের হয়েছেন। এমন ২১ জনকে আমরা আটক করে প্রায় ২ ঘন্টারও বেশি সময় নিজেদের হেফাজতে রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। তারা অঙ্গীকার করেছেন বিনা কারণে তারা রাস্তায় ঘোরাঘুরি করবেন না।’

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ সারাবাংলাকে জানান, সকাল থেকে ডবলমুরিংসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিনা প্রয়োজনে বের হওয়া পাঁচটি গাড়ি আটক করা হয়েছে। মামলা করা হয়েছে ১০টি গাড়ির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন