বিজ্ঞাপন

সিআরবি রক্ষায় ঢোল-বাঁশি আর স্লোগানে ‘জাগরণ যাত্রা’

July 19, 2021 | 10:10 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে খ্যাত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের ঢোল আর বাঁশির সুর, সঙ্গে সুবিশাল মিছিলে মুহুর্মুহু স্লোগান, মাথায় সবুজ পাতার মালা জড়ানো, হাতে লাল-সবুজের পতাকা নিয়ে ‘সবুজ প্রকৃতির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী জাগরণ যাত্রা’ হয়েছে চট্টগ্রামের সিআরবি’তে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করেন।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জুলাই) সিআরবি’র প্রবেশমুখ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেন্টারের সামনে থেকে ‍শুরু হওয়া অভিযাত্রা গিয়ে থামে সাত রাস্তার মাথায়। সেখানে মঞ্চে ঢোলবাদন আর দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে শিল্পীরা প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে তুমুল প্রতিবাদের আবাহন করেন। পরে অনুষ্ঠিত হয় নাগরিক উদ্যোগের আয়োজনে নাগরিক সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম সুজন বলেন, ‘আমরা চট্টগ্রামবাসী হাসপাতালের পক্ষে। চট্টগ্রামে হাসপাতাল দরকার। বিশেষ করে বন্দর-পতেঙ্গা এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল খুবই প্রয়োজন। কিন্তু প্রাইভেট হাসপাতাল করে চট্টগ্রামের আপামর মানুষের কোনো লাভ হবে না। হাসপাতালের নামে সিআরবি’তে ভূমি বরাদ্দ দেওয়া এবং সবুজ প্রকৃতি ধ্বংস করা আমরা মেনে নিতে পারি না। চট্টগ্রামের মানুষ আজ এই দাবিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ। সুতরাং সিআরবি’তে হাসপাতাল নির্মাণের প্রকল্প বাদ দিন, চট্টগ্রামবাসীই জায়গা খুঁজে দেবে হাসপাতাল করার জন্য।’

বিজ্ঞাপন

‘আমরা রাজনীতি করি জনগনের জন্য। দলের কাজ হচ্ছে জনগণের মনের কথাটি সরকারের কাছে উপস্থাপন করা। তাই সরকারকে চট্টগ্রামের মানুষের হৃদয়ের কথা জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমরা অবশ্যই আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতি ধ্বংস করতে দেবেন না। প্রধানমন্ত্রী চট্টগ্রামের জনগণের পক্ষেই সিদ্ধান্ত দেবেন। আর চট্টগ্রামবাসীর কাছে আবেদন, যারা ইনিয়ে-বিনিয়ে সিআরবি’র সবুজ প্রকৃতি ধ্বংস করে হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন, সেই অর্থপিশাচদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান’— বলেন খোরশেদ আলম সুজন

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য শওকত হোসাইন, ফারহান আহমেদ, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সাবেক ছাত্রনেতা এনামুল হক মিলন, সমীর মহাজন লিটন, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।

নাগরিক সমাজ

বিজ্ঞাপন

এদিকে সিআরবি’তে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ার বিরুদ্ধে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি হয়েছে, যাতে অংশ নিয়েছেন বিশিষ্টজনেরা। কর্মসূচিতে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী ড. অনুপম সেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, খেলাঘর সংগঠক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও গাজী সালেহ উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাস আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, সাংবাদিক প্রদীপ দেওয়নজী, পরিবেশবিদ ইদ্রিস আলী, উদীচী চট্টগ্রামের সংগঠক শীলা দাশগুপ্ত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, প্রণব চৌধুরী, সাংবাদিক হাসান আকবর ও মহসীন কাজী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, শিল্পী আলাউদ্দিন তাহের, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, যুব নেতা নূরুল আজিম রনি।

সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের আগে আলোচনা সভায় অনুপম সেন বলেন, ‘সিআরবি’তে কোনোভাবেই হাসপাতাল হতে দেওয়া হবে না। এ দাবি পুরো চট্টগ্রামের। সঠিক বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো গেলে তিনি অবশ্যই আমাদের কথা শুনবেন। এই সিআরবি’তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস আব্দুর রব শহিদ হয়েছিলেন। এমন একটি জায়গায় কখনোই শুধু মুনাফার জন্য একটি হাসপাতাল তৈরি হতে দিতে আমরা পারি না। আমরা প্রতিজ্ঞা করছি, এখানে এই হাসপাতাল হতে দেব না। প্রয়োজনে অনশন থেকে শুরু করে যা কিছু করার সবকিছু আমরা করব।’

প্রদীপ প্রজ্জ্বলনের সময় সঙ্গীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রামের শিল্পীরা। এরপর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিজ্ঞাপন

সিপিবি

হাসপাতালের নামে চট্টগ্রামের সিআরবি’র প্রাণ-প্রকৃতি ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে করেছে জেলা কমিউনিস্ট পার্টি। সোমবার বিকেলে নগরীর সিআরবি সাত রাস্তার মাথায় এ সমাবেশ হয়।

সমাবেশে সিপিবির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী বলেন, ‘সিআরবি বৃটিশ বিরোধী সংগ্রাম আর একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। পাহাড় ও বৃক্ষঘেরা সিআরবি চট্টগ্রামের মানুষের শান্তির নিঃশ্বাস নেওয়ার জায়গা। এই সিআরবি’কে ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। সিআরবি’তে পহেলা বৈশাখের আয়োজন হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়। এখানে হাসপাতাল হলে সব ধরনের সাংস্কৃতিক আয়োজন চিরতরে বন্ধ হয়ে যাবে। সিআরবি’কে বাণিজ্যিক এলাকা বানানোর চক্রান্ত রুখে দিতে হবে।’

সিপিবি, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘রেলওয়ের নিজস্ব একটি হাসপাতাল আছে। সেটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সেই হাসপাতালকে আধুনিকায়ন না করে সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় একটি বড়লোকের হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রেলের জমিতে। মানুষের এত প্রতিবাদ, আপত্তি সরকার কিছুই আমলে নিচ্ছে না। আমরা সরকারকে অবিলম্বে ইউনাইটেড গ্রুপের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি। সিআরবি’র বাইরে যে কোনো জায়গায় গরীবের জন্য একটি হাসপাতাল করার দাবি জানাচ্ছি।’

সিপিবি নেতা নুরু্চ্ছফা ভূঁইয়ার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অমৃত বড়ুয়া, প্রমোদ বড়ুয়া, নারী নেত্রী রেখা চৌধুরী, রাহাতউল্লাহ্ জাহিদ। সংহতি জানান শিক্ষক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, রেল শ্রমিক নেতা সাদেক আহমদ চৌধুরী, কৃষক নেতা ফরিদুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শীলা দাশগুপ্তা ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেন।

সারাবাংলা/আরডি/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন