বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ লকডাউনের প্রথম দিনে কড়া অবস্থানে প্রশাসন

July 23, 2021 | 5:52 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: মহামারি করোনার সংক্রমণ রোধে ঈদের পর শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে মুন্সীগঞ্জে কড়াকড়ি অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।

বিজ্ঞাপন

এছাড়াও ভ্রাম্যমাণ আদলাতের একাধিক টিম কাজ করছে। বন্ধ রয়েছে শপিংমল, দোকাটপাটসহ সব ধরনের সরকারি-বেসরকারি অফিস আদালত। শহরে বন্ধ রয়েছে গণপরিবহন। তবে জরুরি প্রয়োজনে দু’একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক চলতে দেখা গেছে।

অপরদিকে, শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সব ধরনের নৌযান। তবে ঘাট এলাকায় তেমন চাপ নেই। ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাজ আজাদ বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী জেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে ও সঠিকভাবে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছে স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী।’ এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন