বিজ্ঞাপন

কাবুল বিমানবন্দরে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষ, নিরাপত্তাকর্মী নিহত

August 23, 2021 | 5:35 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে একজন আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে জার্মান সেনাবাহিনী। সোমবার (২৩ আগস্ট) দেশটির রাজধানী কাবুল আন্তার্জতিক বিমানবন্দরের উত্তর গেটে এ ঘটনা ঘটে। তালেবানের শাসন থেকে বাঁচতে হাজার হাজার নাগরিক বিমানবন্দরে ভিড় করার মধ্যে এমন ঘটনা ঘটল। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

এক টুইট বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার সকালের এই বন্দুকযুদ্ধে আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জার্মান ও মার্কিন সেনাবাহিনীও জড়িত ছিল।

গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে দেশটি ছেড়ে পালাতে বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার নাগরিক। আর মার্কিন ও আন্তর্জাতিক সেনাবাহিনীর সদস্যরা অপেক্ষাকৃত দুর্বল নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ন্যাটোর একজন কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে কাবুল বিমানবন্দর ও এর আশাপাশে অন্তত ২০ জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী থেকে মার্কিনসহ হাজার হাজার আফগান নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে বিমান করে বহন করে নেওয়া খুবই ‘কঠিন ও কষ্টকর’। কিন্তু আগামী ৩১ আগস্টের পরও এ উদ্ধার অভিযান পরিচালনা করার বিষয়টি উড়িয়ে দেননি তিনি।

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন