বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান চুক্তি

October 25, 2021 | 6:49 pm

স্টাফ করেসপনডেন্ট

ঢাকা: প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনুদান দিচ্ছে জাপান। এ জন্য ৫০ কোটি জাপানি ইয়েন বা স্থানীয় মুদ্রায় ৩৮ কোটি ৯৩ লাখ টাকার একটি অনুদান চুক্তি ও একটি এক্সচেঞ্জ অব নোট স্বাক্ষর হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিয়া ইয়াসমিন এবং ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো রাওকি বিনিময় নোট এবং জাপান আন্তর্জাতিক সহযোগীতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ ইহো হাওয়াকাওয়া অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুদানের এই অর্থে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) বাস্তবায়নে ব্যয় করা হবে। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন