বিজ্ঞাপন

বাল্যবিয়ে পড়ানোয় কাজির ৬ মাসের কারাদণ্ড

December 3, 2021 | 10:41 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: জেলার বিরামপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে কাজি রেহান রেজাকে (৪৭) ছয় মাসের কারাদণ্ড ও পাত্র রুবেল হোসেনকে (২২) দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন এলাকায় এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মো. রেহান রেজা চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে। তিনি খানপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজি হিসেবে কাজ করছিলেন। পাত্র রুবেল ইসলাম (২২) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলী ছেলে।

ইউএনও পরিমল কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে খানপুর ইউনিয়নের ন্যাটাশন এলাকায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে, এমন খবরে থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে হাজির হন তিনি। বিয়ের জন্য নিকাহ্ রেজিস্ট্রার খসড়া লেখাও যখন শেষ পর্যায়ে তখন ইউএনও’র উপস্থিতি টের পেয়ে কাজি দৌড়ে পালাতে চেষ্টা করে আর বরের পাশে কনে সেজে মেয়ের ভাবি বসে পড়ে।

বিজ্ঞাপন

তিনি জানান, বাল্যবিয়ের পাত্র রুবেল হোসেনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর নিকাহ্ রেজিস্ট্রার কাজি রেহান রেজাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন