বিজ্ঞাপন

দিনে ৯০ নয়, খেলা হবে ৯৮ ওভার

December 14, 2017 | 2:59 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পাঁচ দিনের প্রচলিত টেস্টের বাইরে নতুন করে জায়গা পাচ্ছে চার দিনের ম্যাচ। পোর্ট এলিজাবেথে ইতিহাসের প্রথম চার দিনের টেস্ট খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে, এটা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল ম্যাচের নিয়মগুলোও। নিয়মেও বদল আসছে বেশ। স্বাগতিক বোর্ড ম্যাচের সময় নির্ধারণ করবে।

আইসিসির শর্তানুযায়ী, প্রতিদিনের খেলা হবে কমপক্ষে ৯৮ ওভার। পাঁচ দিনের টেস্টে যেখানে প্রতিদিন যেখানে ৯০ ওভারে হয়, সেখানে ৮ ওভার বেশি করা হবে নতুন ধাঁচের ম্যাচে। চার দিনে মোট খেলা হবে ৩৯২ ওভার, যা পাঁচ দিনের টেস্টের চেয়ে ৫৮ ওভার কম। প্রতিদিন খেলা হবে সাড়ে ৬ ঘণ্টা। পাঁচ দিনের টেস্টে প্রতিদিন খেলা হতো ৬ ঘণ্টা।

নিয়মের মধ্যে আরও আছে প্রতি সেশন হতে পারবে কমপক্ষে ২ ঘণ্টা, আর সর্বোচ্চ আড়াই ২ ঘণ্টা। দিনের প্রথম দুই সেশনে খেলা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট করে, শেষ সেশন ২ ঘণ্টার। অতিরিক্ত আধঘণ্টা সময়ে নির্ধারিত ৯৮ ওভার না হলে পরেরদিন সেটা যোগ হবে না, তবে প্রাকৃতিক বাধায় নিয়ম পাল্টে যেতে পারে। শেষ দিনের খেলা হবে ৭৫ ওভারের বদলে ৮৩ ওভারের। ফলোঅনের নিয়মেও এসেছে পরিবর্তন। পাঁচ দিনের টেস্টে ফলোঅনের হিসেব হয় ২০০ রানে, চার দিনের টেস্টে তা হবে ১৫০ রানে। ঘরোয়া ও চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট এই নিয়মে হয়। অন্য সব নিয়ম পাঁচ দিনের টেস্টের মতোই থাকবে।

বিজ্ঞাপন

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের চার দিনের টেস্ট ম্যাচটি হবে দিবারাত্রির। ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় খেলা হবে গোলাপি বলে। ফলে চা বিরতি হবে ২০ মিনিটের, ডিনার বিরতি ৪০ মিনিটের। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টায়।

গত অক্টোবরে আইসিসি চার দিনের টেস্ট নিয়ে ‘পরীক্ষার’ অনুমোদন দেয়। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ পরীক্ষা ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চালানোর অনুমোদন দিয়েছে। তবে অংশ নেওয়াটা বাধ্যতামূলক নয়।

সারাবাংলা/এমআরপি/১৪ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন