বিজ্ঞাপন

লাল পতাকাকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাওয়ার প্রত্যয় সিপিবি’র

January 28, 2022 | 1:33 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ-বিএনপির বিকল্প শক্তি গড়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর চেরাগি চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলার দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

শাহ আআলম বলেন, ‘আমাদের কমিউনিস্ট পার্টির রাজনীতি ব্রিটিশ আমল থেকে হিসেব করলে একশ বছর পেরিয়ে গেছে। একশ বছরে এই পার্টির হাজার হাজার কমরেড জীবন দিয়ে ছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার কমরেড প্রাণ দিয়েছেন। লাখো কমরেড জেল, জুলুম, হুলিয়ার স্বীকার হয়েছেন। আমাদের কমরেডরা ব্রিটিশ তাড়াতে লড়াই করেছেন। বায়ান্নের ভাষা আন্দোলনে কমরেডরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা কমরেড বাংলাদেশকে স্বাধীন করতে অংশ নিয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ  কমরেড মনি সিং, কমরেড ফরহাদ আমাদের দিয়ে গেছেন। এ লাল পতাকাকে আমরা রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব। আওয়ামী লীগ, বিএনপির নেতৃত্বের দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প গড়ে তুলব।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর আমাদের এই দেশটিকে আর চেনা যায় না। বাংলাদেশকে আজ একদিকে লুটেরা-দস্যু, অন্যদিকে মৌলবাদি-জঙ্গিবাদি-হার্মাদরা গ্রাস করে নিয়েছে। এই আওয়ামী লীগ দিয়ে হবে না, আওয়ামী লীগের জোট দিয়েও হবে না। বিএনপি দিয়ে হবে না, বিএনপি-জামায়াত জোট দিয়েও হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের বাইরে প্রগতিশীল, ভালো মানুষ, ভদ্র মানুষদের জোট গড়ে কঠিন সংগ্রামে অবতীর্ণ হতে হবে।’

উদ্বোধনী মঞ্চে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন এবং সদস্য মৃণাল চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মো. শাহ আলম। সংগঠনের পতাকা উত্তোলন করেন অশোক সাহা। সঞ্চালনা করেন জেলা সিপিবির সহকারি সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন সিপিবির সংস্কৃতি শাখার শিল্পীরা। পরে নগরীর মোমিন রোডে মৈত্রী ভবন মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন চলছে।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন