বিজ্ঞাপন

আমদানিতে কর কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

March 20, 2022 | 8:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: আগামী বাজেটে আমদানি খাতে কর কমানোর আশ্বাস এসেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে। এতে জালিয়াতি  ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বন্ধ হবে বলে ধারণা করছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (২০ মার্চ) দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ সভায় এনবিআরের শীর্ষ কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চলের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘করহার লাঘবের ইচ্ছে আছে, কিন্তু পরিস্থিতির কারণে আগে সম্ভব হয়নি। আগামী বাজেটে কমানোর পরিকল্পনা আছে। এতে করদানে সহজ পরিবেশ তৈরি হবে। পাশাপাশি ফাঁকি কমে আসবে। কর প্রদান সহজীকরণের বিষয়েও ভাবছে এনবিআর।’

অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায়ে কঠোর হওয়ার চিন্তা এখনই নেই বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘আগামীতে অনলাইন ব্যবসা মার্কেট দখল করবে। বাঘা বাঘা অনলাইন ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা হবে। দেশীয় শিল্পের উন্নয়নে এনবিআর প্রয়োজনীয় সহায়তা দেবে। তবে পণ্যের গুণগত মান বাড়াতে হবে।’

বিজ্ঞাপন

যেসব করপোরেট প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করছে না, তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

বাজেটে ব্যবসাবান্ধব নীতি প্রণয়নের আহ্বান জানিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘পলিসি ব্যবসাবান্ধব না হলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। নতুন উদ্যোক্তা তৈরি না হলে অর্থনীতি টেকসই হবে না। বৃহত্তর চট্টগ্রামে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করতে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার বিষয়ে ভেবে দেখা উচিত।’

চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর দেশে আমদানি পণ্যের বিকল্প পণ্য উৎপাদনে গুরুত্বারোপের পাশাপাশি দেশে প্রতি বছর কোন ধরনের পণ্য কী রিমাণ আমদানি হয়, তার তথ্য-উপাত্ত প্রকাশে এনবিআরকে একটি ওয়েব পোর্টাল চালুর অনুরোধ জানান।

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা, সামস উদ্দিন আহমেদ, বিএসআরএম’র চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, জিপিএইচ ইস্পাত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক হাসনাত মো. আবু ওবাইদা, কক্সবাজার চেম্বারের সভাপতি মো. আবু মোরশেদ চৌধুরী, রাঙ্গামাটি চেম্বারের সভাপতি মো. আবদুল ওয়াদুদ, বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন