বিজ্ঞাপন

সুনামগঞ্জে পানি কমলেও বাড়ি ফিরতে পারছেন না মানুষ

May 24, 2022 | 11:47 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নদ-নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে জেলার বিভিন্ন উপজেলার ২০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষেরা এখনো নিজেদের বসতঘরে ফিরতে পারছেন না। আরও দুয়েকদিন ঘরবাড়ি থেকে পানি কমতে থাকলে তারপর তারা বাসায় ফিরতে পারবেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, মঙ্গলবার (২৪ মে) সকালে সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

এদিকে, স্থানীয়রা বলছেন, বন্যার তোড়ে তাদের ঘরবাড়ির অবস্থা বেহাল। পানি নামতে শুরু করলেও সেসব ঘরবাড়িতে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। এখনো অনেককে কোমর পানি পাড়ি দিয়ে ছেলেমেয়ের জন্য খাবারের জোগান দিতে হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এ বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ার বাজার ও ছাতক উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা জানান, বানের পানিতে তাদের অনেকের ঘরবাড়িই ভেসে গেছে। তাদের অনেকেই আশ্রয়কেন্দ্রে রয়েছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। বাড়িঘর মেরামত করবেন কীভাবে, সেই চিন্তাই করছেন তারা।

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জে বন্যার পানি কমতে থাকায় বন্যাকবলতি মানুষদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে বন্যার পানিতে অনেকের ঘর ভেঙে গেছে। সেগুলো মেরামত করে দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন