বিজ্ঞাপন

কুসিক নির্বাচন পর্যবেক্ষণে থাকছে ৭ সংস্থা

June 15, 2022 | 8:21 am

সিনিয়র করেসপন্ডেন্ট

কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচন পর্যবেক্ষণে থাকছে সাতটি দেশীয় সংস্থা। সংস্থাগুলোর ৯২জন পর্যবেক্ষক এবারের কুসিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তবে বিদেশি কোনো পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেনি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুসিক নির্বাচনে ভোট পর্যবেক্ষণে কোনো বিদেশি পর্যবেক্ষক আবেদন করেননি। দেশি সাতটি সংগঠনের মোট ৯২ পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে।

এই সাত সংস্থার মাঝে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) ছয় জন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ১৩ জন, তৃণমূল উন্নয়ন সংস্থার ৬ জন, রিহাফ ফাউন্ডেশনের ২৭ জন, বিবি আছিয়া ফাউন্ডেশনের ২৭ জন, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) ৫ জন ও সমাজ উন্নয়ন প্রয়াসের ৫ জন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। এই সিটি করপোরেশনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

বিজ্ঞাপন

কুমিল্লা সিটি করপোরেশনের এটি তৃতীয় নির্বাচন। এর আগে দুই নির্বাচনেই মেয়র পদে ভোটে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং দ্বিতীয়বার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

সারাবাংলা/এসবি/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন