বিজ্ঞাপন

এজেন্ট থাকতে দিচ্ছে না কেন্দ্রে: অভিযোগ কায়সারের

June 15, 2022 | 10:56 am

সিনিয়র করেসপন্ডেন্ট

কুমিল্লা থেকে: শুরু হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা নিজাম উদ্দিন কায়সার ভোটাধিকার প্রয়োগ শেষে কেন্দ্রে এজেন্ট না থাকার অভিযোগ জানিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুন) সকালে রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘যেটা শুনতে পাচ্ছি বুথ সংখ্যা কমিয়ে একটি রুমে দুটি বুথ করা হয়েছে। আমার এজেন্টতো দুইটা বুথেই থাকবে। কিন্তু তারা থাকতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমার দু’জন এজেন্টকে এক কক্ষে রাখা হচ্ছে। আবার দুই একটা কেন্দ্র থেকে শুনতে পাচ্ছি- কেন্দ্রের সীমানার কাছাকাছি আমাদের লোকজনকে থাকতে দিচ্ছে না। কিন্তু নৌকার লোকজনকে ঠিকই থাকতে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা নালিশ করি না উনি নালিশ করেন। গতকালতো উনি অসহায়ত্ব ফিল করে বলেই ফেললেন, নির্বাচন কমিশন নাকি নিজেদের ইমেজ রক্ষার্থে তাকে জবাই করছে। জনসমর্থন নেই বুঝতে পেরেই উনি নির্বাচন কমিশনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নালিশতো আমি দিইনি, উনি দিচ্ছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভোটের পরিবেশটা একটু দেখি, দেখার পরে আপনাদেরকে জানাব আমি। ভোটাররা কেন্দ্রে আসছেন। আমি বলব, লক্ষণটা ভালো। আমি পরিবর্তনের স্বপ্ন তাদের দেখিয়েছি।’

কায়সার বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আসার জন্য আমিই বেশি উদ্বুদ্ধ করেছি। যেহেতু ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন, আমি মনে করি তারা পরিবর্তনের পক্ষেই রায় দিচ্ছেন। তাদের রায়ে আমার জয় হবে ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ইভিএম নিয়ে যারা বয়স্ক তাদের একটু আপত্তি থাকেই, তারা জিনিসটা বুঝবে না। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, ভোটাররা লাইনে আছে কিন্তু স্লো কাস্টিং হচ্ছে।’

বিজ্ঞাপন

এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৯ টিকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে প্রশাসন ও নির্বাচন কমিশন। এর মধ্যে সদর দক্ষিণে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের ৩২টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এই কেন্দ্রগুলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে পুলিশের ২১টি টহল টিম ও ১৫টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

প্রসঙ্গত, কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। এই সিটি করপোরেশনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

কুমিল্লা সিটি করপোরেশনের এটি তৃতীয় নির্বাচন। এর আগে দুই নির্বাচনেই মেয়র পদে ভোটে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং দ্বিতীয়বার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন