বিজ্ঞাপন

বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ

August 28, 2022 | 3:25 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

টাঙ্গাইল: জেলার কালিহাতী উপজেলার চারান বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বিজ্ঞাপন

রোববার (২৮ আগস্ট) বেলা ১টার দিকে চারান বাজারে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবালসহ আরও অনেকে।

এ বিষয়ে ফরহাদ ইকবাল সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণভাবে বিএনপির আলোচনা সভা চলছিল। হঠাৎ করে সমাবেশে হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এতে ১৭টি মোটরসাইকেল, ৬টি পিকআপ ও ৪টি বাস গাড়ি ভাঙচুর করা হয়।

কালিহাতী থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ছাত্রলীগ রাস্তার ওপর মিছিল করছিল ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন ৪টি গাড়ি ভাঙচুর করে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন