বিজ্ঞাপন

বিজয় দিবসের বিশেষ নাটক ‘একাত্তুরের বিজয়িনী’

December 16, 2022 | 1:25 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘একাত্তুরের বিজয়িনী’। মুস্তাফিজ শফি’র গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন রওনক হাসান, জান্নাতুল সুমাইয়া হিমি, রাখী চৌধুরী, হাসিমুন প্রমূখ।

বিজ্ঞাপন

নাটকের গল্পে দেখা যাবে, বেশ অল্প বয়সে সেনাবাহিনীতে কর্মরত হান্নানের সাথে বিয়ে হয় আয়শার। ভালোই চলছিলো তাদের সুখের সংসার। কিন্তু একদিন জমি-জমা সংক্রান্ত মিথ্যা মামলায় তার চাকরী চলে যায়। তার কিছুদিন পর দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। মান্নান সংসারের মায়া ছেড়ে ৯নং সাব-সেক্টরে যুদ্ধ করতে চলে যান। যুদ্ধেও তিন মাসের মাথায় শহীদ হন মান্নান।

বিজ্ঞাপন

একদিন বাড়িতে ফেরার সময় তাদের বড় মেয়েকে পাস্তিানিরা তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলে। এরপর ছয় মাসের দুধের শিশুকে রেখে আয়শা। হঠাৎ খবর পায় দুধের অভাবে শিশু বাচ্চাটিও মারা গেছে। আয়শা একদিন দেশ স্বাধীন করেই ফেরে, কিন্তু হারায় জীবনের অনেক কিছু।

‘একাত্তুরের বিজয়িনী’ বিশেষ নাটকটি প্রচারিত হবে আজ (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন