বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ২২ মে বৈঠকের পর সিদ্ধান্ত

May 3, 2018 | 2:41 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আগামী ২২ মে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই আইন নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে যেসব অভিযোগ উঠেছে, তা সেই সেই বৈঠকে দূর হবে বলে আশাবাদ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

২২ মে’র ওই বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এডিটরস কাউন্সিল, অ্যাটকো, আইসিটি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেই হিসাবে বলা যায়, মুক্ত গণমাধ্যম দিবসে আমরাই এগিয়ে আছি।’

সারাবাংলা/ইউজে/টিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইনের ৬টি ধারা নিয়ে উদ্বেগ ও আপত্তি
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ১০ পর্যবেক্ষণ
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কারণ নেই : আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমানো হবে: আইনমন্ত্রী
‘ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্বেগজনক কিছু থাকলে পরিমার্জন’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন