বিজ্ঞাপন

ঈদে আসছে না ‘নেত্রী’

May 21, 2023 | 2:06 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

‘নেত্রী: দ্য লিডার’ অনন্ত জলিল প্রযোজিত আপাতত শেষ ছবি। গেল দুই বছর ধরে ছবিটি মুক্তির কথা শোনা যাচ্ছিল। সবশেষ এ ঈদে আসার কথা বলা হয়েছিল। কিন্তু এবারও হতাশ হতে হচ্ছে অনন্ত-বর্ষা ভক্তদের।

বিজ্ঞাপন

কী কারণে আসছে না তা জানা না গেলেও বর্ষা বলছেন, ‘বেশ কিছু জটিলতায় সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।’

‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও তুরস্কের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। অনন্তের স্ত্রী বর্ষা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।

গেল ঈদে অনন্ত-বর্ষা প্রথমবারের মতো তাদের নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন ‘কিল হিম’। মো. ইকবাল পরিচালিত ছবিটি খুব একটা ব্যবসা করতে পারেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন